পয়লায় “একলা” বৈশাখ….

বিদায় 1427। মাথা নিচু করে চুপি চুপি চলে যাচ্ছে 1427। প্রকৃতির মুখ আজ ভার। বড় বেদনার তোমার এই চলে যাওয়া। আজ পৃথিবী বড়ই মুখোশময়। বড় ক্লান্ত, সঙ্কিত এই ধরণী এক অজানা বিভীষিকার ভয়ে। চারপাশে এক তীক্ষ্ণ ভাঙন, এ এক অদ্ভুত অন্ধকার। দেবতারাও আজ ঘর রুদ্ধ, বাকরুদ্ধ। সব থেকেও আজ কেউ নেই পাশে। মানুষের আর্তি শোনার আজ আর কেউ নেই। শুধু অতন্দ্র প্রহরীর ন্যায় জেগে আছে বিজ্ঞান। বর্তমান-ভবিষ্যত এর এই দোলাচলে মানুষ আজ দিশাহারা।

তমসা কেটে গিয়ে পৃথিবী আবার শান্ত হবে আমরা নিশ্চিত। 1428 এর নতুন ভোর নিশ্চই মুখোশমুক্ত হবে, তমসা মুক্ত হবে, প্রিয়জন আবার তাদের প্রিয়জন কে আলিঙ্গনপাসে আবদ্ধ করবে, দ্বিধা-দন্ধের এই দোলাচল কাটিয়ে নতুন সূর্য উঠবে, এই কামনা করি। সকল বন্ধু এবং গুরুজনকে জানাই “শুভ পয়লা বৈশাখের” শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। স্বাগতম 1428।